শিরোনাম

শ্রমিকদের ন্যায়বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবীতে মানবন্দন।


ন্যায়বিচার নিশ্চিতসহ কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতের দাবী জানিয়েছেন শ্রমিক নিরাপত্তা ফোরামের নেতৃবৃন্দ।

গত ২৪ নভেম্বর ২০২৪ তাজরীন গার্মেন্টসের অগ্নিকান্ডের ১২ বছর স্মরণে শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্যোগে জুরাইন কবরস্থানে অগ্নিকান্ডে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ দাবী জানান।

জুরাইন কবরস্থানে শ্রদ্ধাজ্ঞাপন এবং জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে বক্তারা বলেন, তাজরীন গার্মেন্টস দুর্ঘটনার ১যুগ হয়ে গেলেও এখনো ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন।নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের আজও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি। কারখানা মালিকসহ দোষীদের এখনো শাস্তি নিশ্চিত করতে পারেনি সরকার। এসময় তাজরীন ট্রাজেডিসহ সকল দুর্ঘটনার বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি নিরাপদ কারখানা ও কর্মস্থল নিশ্চিত করার দাবী জানান বক্তারা। এছাড়া প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে সকল শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা, ক্ষতিপূরনের জাতীয় মানদন্ড তৈরি করা, পেশাগত রোগে আক্রান্ত ও দূর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট স্থাপন, প্রতিটি শিল্প কারখানায় শ্রমিক কল্যাণ তহবিল গঠন ও কার্যকর করা এবং শ্রম সংক্রান্ত আইন ও বিধি বিধান লঙ্ঘণকারীদের শাস্তি নিশ্চিতের দাবী জানান তারা।

শ্রদ্ধাজ্ঞাপন ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিলসের নির্বাহী পরিচালক ও শ্রম অধিকার সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, যুগ্ম সমন্বয়ক, স্কপ, আহসান হাবিব বুলবুল, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সেকেন্দার আলী মিনা, সদস্য সচিব (ভারপ্রাপ্ত), শ্রমিক নিরাপত্তা ফোরাম ও নির্বাহী পরিচালক, সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস), খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ ট্রেড ইউনিয়ন, এনজিও প্রতিনিধি ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ ।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments